• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

সিরিয়া সীমান্তে ইসরাইলের অতিরিক্ত ট্যাংক, সেনা মোতায়েন


প্রকাশের সময় : জুলাই ১, ২০১৮, ৫:০১ PM / ২৯
সিরিয়া সীমান্তে ইসরাইলের অতিরিক্ত ট্যাংক, সেনা মোতায়েন

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : সিরিয়া সীমান্তে অতিরিক্ত ট্যাংক ও সেনা মোতায়েন করেছে ইসরাইল। সিরিয়ার চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পূর্ব সতর্কতা হিসেবে রোববার সকালে অতিরিক্ত ট্যাংক ও সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

প্রসঙ্গত, ইসরাইলের সীমান্তবর্তী সিরীয় অঞ্চলে বেশ কয়েকদিন ধরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। ইতোমধ্যে সংঘর্ষ কবলিত অঞ্চলের দেড় লাখের বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে চলে গেছে।

সৌদি গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী টুইটারে বলেছে, ‘পূর্ব সতর্কতা এবং সিরিয়ার গোলান মালভূমির বর্তমান পরিস্থিতিতে আজ সকালে অতিরিক্ত সেনা ও ট্যাংক মোতায়েন করা হয়েছে।’

সিরিয়ার গৃহযুদ্ধে ইসরাইল হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে বলেও উল্লেখ করা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:০০পিএম/১/৭/২০১৮ইং)