• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

সাঘাটায় জাপা’র প্রার্থীতা প্রত্যাহার করায় নেতা কর্মীদের ক্ষোভ


প্রকাশের সময় : মে ৮, ২০১৭, ৮:১৮ AM / ৩৯
সাঘাটায় জাপা’র প্রার্থীতা প্রত্যাহার করায় নেতা কর্মীদের ক্ষোভ

 

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন নির্বাচনে জাতীয় পাটির প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করায় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে নেতা কর্মীরা মারমুখি হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমান নেতা কর্মীদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা গেছে, সম্প্রতি সাঘাটা উপজেলা ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘোষনা করা হয়। উক্ত নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থীর জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতার সহধর্মীনি ছাবিহা বেগম মনোনয়ন পত্র জমা দেন।

রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পাটির মনোনীত প্রার্থী ছাবিহা বেগম রহস্য জনক কারনে প্রার্থীতা প্রত্যাহার করেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে নেতা কর্মীরা মারমুখি হয়ে উঠলে সাঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নেতা কর্মীদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ শোনা মাত্রই বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কে নির্দেশ দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:০৫এএম/৮/৫/২০১৭ইং)