• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

সম্মিলিত জাতীয় জোট ঘোষণা করলেন এরশাদ


প্রকাশের সময় : মে ৭, ২০১৭, ১:১৯ PM / ৫৫
সম্মিলিত জাতীয় জোট ঘোষণা করলেন এরশাদ

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : কয়েকটি নাম সর্বস্ব ইসলামী দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ জাতীয় জোট বিএনএ এবং জাতীয় ইসলামী মহাজোটের সমন্বয়ে এ জোট গঠিত হয়। প্রেসক্লাবের মিলনায়তনে ৭ মে রোববার সকাল সাড়ে ১১টার দিকে সম্মিলিত এ জোটের ঘোষণা করেন এরশাদ।

এ সময় তিনি বলেন, প্রথম পর্যায়ে দুটি নিবন্ধিত দল ও দুটি জোট নিয়ে চারটি শরিক দল ঘোষণা করছি আমরা। আমাদের নীতি ও আদর্শের সাথে যারা একমত পোষণ করবে তাদের জন্যও আমাদের এ জোটের দরজা খোলা থাকবে। তবে কোনো স্বাধীনতাবিরোধী দলকে আমাদের জোটে নেওয়া হবে না।
এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, জাতীয় পার্টি আর মহাজোটে নেই। ভবিষ্যতে আমরা সরকার গঠন করতে পারলে সরকারে থাকবো। না হলে বিরোধী দলে থাকবো।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:১৮পিএম/৭/৫/২০১৭ইং)