• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

শ্রেষ্ঠ শ্রমিক সংগঠকের সম্মাণনায় ভূষিত তরিকুল ইসলাম


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০১৮, ২:০৩ PM / ৪৮
শ্রেষ্ঠ শ্রমিক সংগঠকের সম্মাণনায় ভূষিত তরিকুল ইসলাম

 

সাবিনা ইয়াসমিন, ঢাকা : শ্রেষ্ঠ শ্রমিক সংগঠক হিসেবে ‘হিউম্যান রিসোর্স সাইনিং পার্সোনালিটি এওয়ার্ড-২০১৭’ পেলো বৃহত্তর শ্রমিক সংগঠন’ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারি লীগ’ এর সভাপতি মো. তরিকুল ইসলাম। সমস্ত বাঁধা বিপত্তি পেড়িয়ে ও আইনী লড়াইয়ের মাধ্যমে সারাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত শ্রমিকদের অধিকার আদায়ে অনবরত কাজ করে চলা সুযোগ্য সভাপতি মো. তরিকুল ইসলামের হাতে বিশেষ এ সম্মাণনা তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন।

মঙ্গলবার(২৪ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে হিউম্যান রিসোর্স এন্ড হেলথ্ ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস, হত্যা, গুম ও ধর্ষণ প্রতিরোধে প্রশাসনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও গুণিজন সংবর্ধণা অনুষ্ঠানে তাকে এ সম্মাণনা দেয়া হয়।

সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জমকালো এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ডাঃ মোহাম্মদ শাহজাহান।

সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনয়ন গ্রুপের চেয়ারম্যান শওকত চৌধুরী রাজ, শরিয়তপুর ভেদরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মোস্তাক আহমেদ মাসুম বালা, সুপ্রিম কোর্টের আইজীবী অ্যাড. মো. জাকির হোসেন হাওলাদার, বীমা কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাও. বদরুদ্দোজা কুতুবী, ইখওয়ান হোল্ডিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব ইমরোজ, এইচ.ডব্লিউ.পি.এল এর পিস্ এম্বাসেডর মো. জাকির হোসেন।

প্রসঙ্গত, সামাজিক উন্নয়ন মূলক কাজ ও অসহায়-নির্যাতিত, অধিকার বঞ্চিত জনসাধারনের আইনী সহায়তা দেয়ার লক্ষ্যে সামাজিক স্বেচ্ছাসেবী-মানবাধীকার সংগঠন ‘হিউম্যান রিসোর্স এন্ড হেলথ্ ফাউন্ডেশন’ প্রতি বছর এমন আয়োজন করে থাকে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৫০পিএম/২৫/৪/২০১৮ইং)