• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

‘শেখ হাসিনা এখন আইনগতভাবে ঘোষিত অবৈধ প্রধানমন্ত্রী’


প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০১৭, ২:১৫ PM / ৪১
‘শেখ হাসিনা এখন আইনগতভাবে ঘোষিত অবৈধ প্রধানমন্ত্রী’

 
ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণ যদি রায়ের অংশ হয়, তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নন। একে তো তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে অবৈধ প্রধানমন্ত্রী। এখন তিনি আইনগতভাবে ঘোষিত অবৈধ প্রধানমন্ত্রী।’

রাজধানীর নয়াপল্টনে সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ সব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করে তাঁতী দল।
বর্তমান সংসদ ও সরকারকে অবৈধ উল্লেখ করে রিজভী বলেন, ‘ভয়ংকর অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরকার জড়িত। তাদের কাজ হচ্ছে একজন যা বলবেন তাই করবেন। সবার অস্তিত্ব থাকবে কিন্তু প্রাণ থাকবে না। থাকবে একক কর্তৃত্ববাদ।’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকলে ইতিহাসে বীর হবেন। আর সরে গেলে মানুষের মাঝে আপনার যে অবস্থান তা থাকবে না। কারণ আওয়ামী লীগ আপনাকে নতজানু করতে চাচ্ছে।’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘উনার কথায় আমরা সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছি। সুক্ষ্মভাবে সাম্প্রদায়িকতাকে নিয়ে আসা হচ্ছে। আপনাকে (প্রধান বিচারপতি) তারা পরাজিত করার চেষ্টা করছে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন, মীর সরাফত আলী সপু, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলসহ তাঁতী দলের সাধারণ সস্পাদক আবুল কালাম সংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:১৫পিএম/২৮/৮/২০১৭ইং)