• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনামহীন -৭৩


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০১৮, ১০:৩৬ AM / ৩৯
শিরোনামহীন -৭৩

গোলাম কবির

____________________________________________
তোমার কথা ভাবতে ভাবতে নিশি হলো ভোর,
চোখে বয়ে চলা কান্নার অশ্রুনদী
ও নির্ঘুম রাতের ক্লান্তি,
কিন্তু কি আশ্চর্যের বিষয়, আমার মন
এক অনাবিল তৃপ্তির আস্বাদন লাভে ধন্য।
ঐ যে দুরে মসজিদের মিনার হতে ভেসে এলো,
” আস সালাতু খাইরুম মিনান নাউম “,
তখন ক্লান্তি যে কোথায় উড়ে গেলো কর্পূরের মত!
তুমি আছো সর্বদাই আমার হৃদয়ে
রক্তিম গোলাপ হয়ে, আমাকে পরিচালনা করছো তোমার মত করে, তৃপ্তিটা আমার এখানেই,
যে এই কলিকালে ও তুমি আমাকে ছেড়ে যাও নি,
ভালবাস আমায়, আমি ধন্য, আমি পূর্ণ
তোমার ভালবাসায় প্রভু আমার, প্রিয়তম আমার।