• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনামহীন – ৭০


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০১৮, ৭:২৯ PM / ৩৬
শিরোনামহীন – ৭০

গোলাম কবির
______________________________________________
কখনো কারো জন্য অপেক্ষা করে দেখো,
দেখবে সময় এত দীর্ঘ মনে হবে যে,
তখন প্রচন্ড শীতে ইংলিশ চ্যানেল
সাঁতরে পার হওয়া ও তোমার কাছে
ঢের বেশি সহজ মনে হবে।
ভালবাসার জন্য আমি ও এভাবে অপেক্ষায় আছি, আমার কোন দিকেই আর খেয়াল নেই,
ঢাকা টেস্টে বাংলাদেশের কয়টা উইকেট পড়লো কিংবা মুস্তাফিজ কতটা উইকেট নিল
তা আমার কাছে এখন বিবেচনায় আসে না।
ভালবাসা, তোমাকে আমি কিভাবে পাবো?
ভালবাসায় আমার কোন প্রতিপক্ষ নেই
বা ভিলেন নেই যে আমার হিংসে হবে,
তুমি এমনই এক জনা যাকে সবাই চাই,
কিন্তু পায় ক’জনে?  আমাকে তোমার যোগ্য বানাও ভালবাসা পাবার, আমাকে তোমার করে নাও ভালবাসা আমার, এই দীর্ঘ বিরহ আর ভাললাগে না, তোমার কসম করে বলছি, তোমাকে পাবার জন্য আমি এক পৃথিবী ভালবাসা নিয়ে সহিষ্ণু প্রতীক্ষায় রইলাম অনন্তকাল!