• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

শিবগঞ্জে আগুনে পুড়ল ৩ বাড়ি, ১৮ লাখ টাকার ক্ষতি


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ১০:৩৮ PM / ৩৪
শিবগঞ্জে আগুনে পুড়ল ৩ বাড়ি, ১৮ লাখ টাকার ক্ষতি

মোঃ আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে তিনটি বাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের মামলোত হোসেন ও তার দুই ভাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। যদিও ফায়ার সার্ভিস বলছে- ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা। উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ টাকার মালামাল। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক মামলোত হোসেন বলেন, চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে তাদের তিন ভাইয়ের বাড়ির চারটি সেমিপাঁকা ঘর, তিনটি কাঁচা ঘর, সাতটি বসতঘর, দুটি গোয়াল ঘর, স্বর্ণাংলকার, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ভস্মিভূত হয়েছে। আগুনে আমার ঘরে থাকা নগদ এক লাখ টাকা, সোনা ও আসবাবপত্রসহ মোট ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ জিয়াউর রহমান ও আলতাফ হোসেন বাদল জানান, তাদের নগদ ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা, শয়ন ঘর, গোয়াল ঘর, রান্না ঘর ও আসবাবপত্রসহ মোট ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার খুরশেদ আলম জানান, আগুনে প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০লাখ টাকার মালামাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের প্রতিবেদন পেলেই ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।