• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

শিক্ষক লাঞ্ছনার মামলায় সেলিম ওসমানের জামিন


প্রকাশের সময় : মে ২৩, ২০১৭, ১:১৬ PM / ৫২
শিক্ষক লাঞ্ছনার মামলায় সেলিম ওসমানের জামিন

 

ঢাকারনিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : ধর্ম অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান। মঙ্গলবার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ১৪ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালত ২৩ মে আদেশেরর জন্য দিন দেন।
এসময় আদালত সেলিম ওসমানকে বলেন, আপনি এই মামলায় চলতি মাসের ৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত হাইকোর্টের জামিনে রয়েছেন। তাই পিটিশনটি আমরা জামিনের মেয়াদ শেষ হলে ২৩ তারিখে শুনব।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বছরের মে মাসে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার লতিফ হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে একদল লোক মারধর করেন। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।
পরে হাইকোর্টের আদেশে নারায়নগঞ্জ থেকে মামলাটি ঢাকা চিফ জুডিশিয়াল আদালতে বদলি করা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:১৫পিএম/২৩/৫/২০১৭ইং)