• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল


প্রকাশের সময় : মে ৫, ২০১৭, ৯:৩০ AM / ৫৮
র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল

ঢাকারনিউজ২৪.কম:

 

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে ফুটবল জায়ান্ট ব্রাজিল। আজ ফিফা প্রকাশিত ফুটবলের সর্বশেষ র‌্যাংকিংয়ে গত মাসে শীর্ষে ওঠা ব্রাজিল নিজেদের অবস্থান ধরে রেখেছে। গত ৭ বছরের মধ্যে প্রথমবারের মত ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়স্থানে রয়েছে দেশটির চিরপ্রতিন্দ্বন্দ্বী হিসবে খ্যাত আর্জেন্টিনা। তৃতীয়স্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

র‌্যাংকিংয়ের শীর্ষে পাঁচের মধ্যে দক্ষিণ আমেরিকারই চারটি দল।  ৪র্থ ও ৫ম স্থানে রয়েছে যথাক্রমে চিলি ও কলাম্বিয়া। ৬ষ্ঠ থেকে দশমস্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন

ফিফা র‌্যাংকিং:
১. ব্রাজিল।
২. আর্জেন্টিনা।
৩. জার্মানি।
৪. চিলি।
৫. কলাম্বিয়া।
৬. ফ্রান্স।
৭. বেলজিয়াম।
৮. পর্তুগাল।
৯. সুইজারল্যান্ড।
১০. স্পেন।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৯.২৯এএম/০৫//২০১৭ইং)