• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি সই


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০১৭, ৩:১৫ PM / ৫৬
রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি সই

 

ঢাকারনিউজ২৪.কম, নাইপিদো : রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তির পরপরই পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান, আাগামী ২ মাসের মধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বৈঠক শেষে একথা জানানো হয়।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান রোহিঙ্গাদের ঘর-বাড়ি পুড়ে গেছে সেজন্যতো সময় দরকার।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সাংবাদিকদের জানান, ২৫ নভেম্বর দেশে ফিরে সমঝোতা স্মারক সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

নির্যাতনের শিকার হয়ে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সেদেশে ফেরত পাঠাতে সকালে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বুধবার সমঝোতা চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর আজ এ বিষয়ে চুক্তি সই হওয়ার কথা ছিলো।

বাংলাদেশ সময় সকাল ১০ টার কিছু আগে শুরু হয় সূচি-মাহমুদ আলী বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সম্মতি জানালেও মৌলিক কিছু বিষয় তাদের মতপার্থক্য ছিলো।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৩:১০পিএম/২৩/১১/২০১৭ইং)