• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

রানির ক্ষমতা নেয়ার সময় জন্ম নেননি প্রতি পাঁচ ব্রিটিশের ৪জন!


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০১৭, ৬:০১ PM / ৩৭
রানির ক্ষমতা নেয়ার সময় জন্ম নেননি প্রতি পাঁচ ব্রিটিশের ৪জন!

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এতো দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন যে, অধিকাংশ ব্রিটিশই তাদের জীবদ্দশায় অন্য কোনো রানিকে ক্ষমতায় দেখেননি।

বর্তমানে ৯০ বছর বয়সী এলিজাবেথ তার বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে রানি হিসেবে ব্রিটিশ সিংহাসনে আসীন হয়েছিলেন। বাবার মৃত্যুর পরই তখনকার তরুণী রাজকুমারী এলিজাবেথের ব্রিটেনের রানি হওয়ার কথা ছিল না।

কিন্তু তার বড় ভাই সপ্তম অ্যাডওয়ার্ড যুক্তরাষ্ট্রের তালাকপ্রাপ্তা উয়িলস সিম্পসনকে বিয়ে করার জন্য ১৯৩৬ সালে সিংহাসনের দাবি ছেড়ে দিলে বাবার উত্তরসূরী হিসেবে মনোনীত হন এলিজাবেথ।

এরই মধ্যে ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠানের ৬৫ বছর পূর্ণ করেছেন রানি এলিজাবেথ।  বিশ্বে সবচেয়ে বেশিদিন ধরে রাজত্ব করার ক্ষেত্রে এখন অনন্য এক রেকর্ডের মালিক তিনি।

রানি এলিজাবেথ যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন, এখনকার ৮১ শতাংশ ব্রিটিশ নাগরিকই তখনও জন্মগ্রহণ করেননি। অর্থাৎ প্রতি পাঁচজন ব্রিটিশের চারজনই জন্মগ্রহণ করেছেন রানির ক্ষমতায় আরোহনের পর।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুসারে, রাজা ষষ্ঠ জর্জ যখন মারা যান তখন বর্তমান ব্রিটিশ নাগরিকদের মাত্র ১২ মিলিয়ন জীবিত ছিলেন, যেটি ব্রিটেনের মোট নাগরিকের মাত্র ১৯ শতাংশ।

তার শাসনামলে ১৪ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ১৩ জন মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার পালাবদল হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:৫৫পিএম/৮/২/২০১৭ইং)