• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১০:২১ অপরাহ্ন

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় : জয়নুল আবেদীন


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০১৮, ৮:১২ PM / ৮১
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় : জয়নুল আবেদীন

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন আশা প্রকাশ করেছেন, আপিল করার পর দণ্ডিতরা খালাস পাবেন।

এদিকে রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা। এ সমাবেশে এডভোকেট জয়নুল অবেদীন বলেন, ‘এ মামলায় তারেক রহমান ন্যায়বিচার পাননি। এমনকি যাদের ফাঁসি দেওয়া হয়েছে তারাও ন্যায়বিচার পাননি। এই মামলায় সাজা দেওয়ার মতো কোন ইনগ্রেডিয়েন্ট (উপাদান) নেই। এই সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে।’

তিনি বলেন, আমরা মনে করি, ‘এই মামলায় যেহেতু কোনো ইনগ্রেডিয়েন্ট নেই, আমরা রায়ের বিরুদ্ধে আপিল করবো। সর্বোচ্চ আদালত থেকে ইনশাল্লাহ আমরা খালাস পাবো আল্লাহর রহমতে’।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:০৫পিএম/১০/১০/২০১৮ইং)