• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

‘রত্নগর্ভা’ মা দিলারা জামান


প্রকাশের সময় : অগাস্ট ১, ২০১৮, ১২:২৪ PM / ৪৪
‘রত্নগর্ভা’ মা দিলারা জামান

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ৭ সন্তানের কেউ প্রকৌশলী, কেউ বা ডাক্তার। কিন্তু ছোট মেয়ে ছাড়া কেউ দেশে থাকে না। সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার পরেও দেশের জন্য কিছু না করে তারা বিদেশে থাকছেন- এটা মাকে কষ্ট দেয়।

এক সময় শেষ অবলম্বন ছোট মেয়েও বিদেশে স্থায়ী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মায়ের কষ্ট আরো বেড়ে যায়।

এমন গল্পের নাটক ‘রত্নগর্ভা’, যার মূল চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। বৃন্দাবন দাসের রচনা থেকে পরিচালনা করেছেন সাগর জাহান।

এ প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘আমার চরিত্রটির মধ্য দিয়ে দেশপ্রেমের বিষয়টি নির্মাতা তুলে ধরছেন। গল্পটি সমসাময়িক। দারুণ একটি মেসেজ রয়েছে দর্শকের জন্য। শুধু নিজের কথা ভাবলে দেশ কখনো এগিয়ে যাবে না।’

‘রত্নগর্ভা’য় আরো অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি।

ঈদুল আজহায় টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১২:১৮পিএম/১/৮/২০১৮ইং)