• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

মোদিকে দত্তক নিতে চাইলেন দম্পতি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০১৭, ৫:৩১ PM / ৪৮
মোদিকে দত্তক নিতে চাইলেন দম্পতি

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দত্তক নিতে চাইলেন সত্তরোর্ধ্ব দম্পতি। কয়েকদিন আগেই এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নিজেকে উত্তর প্রদেশের দত্তক সন্তান বলে দাবি করেছিলেন। এজন্য রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন তাকে নোটিশও দিয়েছিল।
নোটিশে বলা হয়েছিল, একাধিক সন্তান দত্তক নেওয়া মা–বাবার অপমান করেছেন প্রধানমন্ত্রী। সমালোচনার ঝড় উঠেছিল দেশজুড়ে। মোদিকে এই নিয়ে আক্রমণ করতে ছাড়েননি অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী।
রায়বরেলিতে প্রচার করতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী মোদিকে কটাক্ষ করে বলেছিলেন, উত্তরপ্রদেশের দত্তক পু্ত্রের প্রয়োজন নেই। তার নিজেরই ২ সন্তান রয়েছে।
এই রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণের মাঝেই মোদিকে দত্তক চেয়ে বসলেন গাজিয়াবাদের এক দম্পতি। তাদের নিজেদের ৩ ছেলে রয়েছে, তারপরও ৬৬ বছরের মোদিকে দত্তক নিতে চান বলে জানিয়েছেন।
যদিও এই ইচ্ছে পূরণ করতে হলে অনেক দীর্ঘ আইনি বাধা অতিক্রম করতে হবে তাদের।
এই ঘটনার পর নিশ্চয়ই নরেন্দ্র মোদি নিজের মন্তব্য নিয়ে অনেকটাই সচেতন হবেন। এমনই মনে করছেন বিরোধীরা। সূত্র : আজকাল

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:২০পিএম/২৩/২/২০১৭ইং)