• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

মেঘলা আবহাওয়ায় শিবগঞ্জে আমের ক্ষতির আশঙ্কা


প্রকাশের সময় : মার্চ ১১, ২০১৭, ১১:৪৭ PM / ৩৫
মেঘলা আবহাওয়ায় শিবগঞ্জে আমের ক্ষতির আশঙ্কা

মোঃ আমিনুল হক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে এক ফসলা বৃষ্টি ও গত চারদিন থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করায় আমের ক্ষতির আশঙ্কা করছে বলে স্থানীয় কৃষি দপ্তর জানিয়েছেন। আম বাগান মালিকেরা জানিয়েছেন, ফাল্গুন মাসের এই আবহাওয়া আম ফলের জন্য ক্ষতিকারক। উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান জানান, মেঘলা আবহাওয়া ও বৃষ্টির ফলে আমের কিছু ক্ষতি হবে। তবে ইতি মধ্যে আম গাছে শতকরা ৫০ ভাগ মুকুল থেকে গুটি হয়ে গেছে। এবার শতকরা ৯০ ভাগ মুকুল হয়েছে। এই আবহাওয়ায় মুকুলের বাকি অংশ ক্ষতি হলেও শতকরা ৫০ ভাগ আম টিকবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৪০পিএম/১১/৩/২০১৭ইং)