• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে জালের ফ্যাক্টরীতে শিশু শ্রমিকের আঙ্গুল বিচ্ছিন্ন


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০১৮, ১১:১৬ PM / ৫১
মুন্সিগঞ্জে জালের ফ্যাক্টরীতে শিশু শ্রমিকের আঙ্গুল বিচ্ছিন্ন

 

মহসিন রেজা, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গী বাজার এলাকায় সততা জাল ফ্যাক্টরীতে মেশিনের সুতা পেঁচিয়ে সুমন(১২) নামের এক শিশু শ্রমিকের বাম হাতের বৃদ্ধাঙ্গুলী বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার সকালে ফ্যাক্টরীতে কাজ করা অবস্থায় এ ঘটনা ঘটলে সাড়ে ৮ টার দিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। আহত সুমন ফিরিঙ্গি বাজার এলাকার মোঃ আলামিন মিয়ার ছেলে।

হাসপাতালে আসা স্বজনরা জানান, সততা জালের ফ্যাক্টরীতে সকালে কাজ করা অবস্থায় মেশিনের সুতা হাতে পেঁচিয়ে গেলে শিশু শ্রমিক সুমনের বাম হাতের বৃদ্ধাঙ্গুলী বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। আহত সুমন জালের ফ্যাক্টরীতে খন্ডকালীন কাজ করত বলে তার জানান।

ইমারজেন্সী মেডিকেল অফিসার (ইএমও) ডাঃ আফজালুল বাসার বিষয়টি নিশ্চত করে বলেন, অর্থনৈতিক কারণে পরিবার তাকে কাজে পাঠালেও জীবনের শুরুতেই শিশুর এই অঙ্গহানী দু:খ জনক। শিশু শ্রমিকের ব্যপারে আরো সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:১৮পিএম/২৩/১১/২০১৮ইং)