• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

মুখমণ্ডল স্ক্যানের সিদ্ধান্ত ব্রিটিশ এয়ারওয়েসের


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০১৭, ১০:১৯ AM / ৪৬
মুখমণ্ডল স্ক্যানের সিদ্ধান্ত  ব্রিটিশ এয়ারওয়েসের

ঢাকারনিউজ২৪.কম:

বোর্ডিং পাসের সঙ্গে বায়োমেট্রিক ডিভাইসের সাহায্যে যাত্রীর মুখমণ্ডলও স্ক্যান করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ বিমান সংস্থা। এর ফলে যাত্রীর পরিচিতি যাচাই করার পদ্ধতিও সহজ হবে বলে মনে করছে ব্রিটিশ এয়ারওয়েস।

সহজে ও তাড়াতাড়ি মুখমণ্ডল স্ক্যান করিয়ে যাত্রী বিমানে উঠতে পারবেন। এই স্ক্যান করালে আর আলাদা করে কাগজপত্র দেখাতে হবে না যাত্রীদের। মূলত পরিচয় যাচাই করতে কোনো ফাঁক না থাকে আর বোর্ডিং গেটের কাজ যাতে শিগগরি হয় তাই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ বিমান সংস্থা।

তিনটি গেটে এই যন্ত্রটি ব্যবহার করা হবে। এই মাসে আরো ৩৩ গেটে বায়োমেট্রিক পদ্ধতিতে মুখমণ্ডল স্ক্যান করার পদ্ধতিটি চলবে। তবে শুধু অভ্যন্তরীণ রুটের জন্যই এই পদ্ধতি ব্যবহার করা হবে। পরে যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে এই পদ্ধতি চালু করার পরিকল্পনাও আছে ব্রিটিশ এয়ারওয়েসের।

অন্যান্য বিমান সংস্থাগুলোও এই ধরনের পরিসেবা চালু করার কথা ভাবছে। এই পদ্ধতি ছাড়াও ইউরোপের বিমানবন্দরগুলোতে তরল বিস্ফোরক শণাক্ত করার যন্ত্রও বসানো হয়েছে। তাই এবার থেকে নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বোতল ফেলে দেয়ার জন্য বলতে হবে না।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১০.১৭এএম/২৬//২০১৭ইং)