• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

মালিকপক্ষ হতে পলাতক প্রবাসীরা পুনরায় সৌদিতে প্রবেশের সুযোগ পাবে না


প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০১৯, ১০:৩০ AM / ১০৭
মালিকপক্ষ হতে পলাতক প্রবাসীরা পুনরায় সৌদিতে প্রবেশের সুযোগ পাবে না

 

সবুজ আহমেদ: সৌদিতে কপিল বা কোম্পানির কর্মস্থল থেকে পালিয়ে গিয়ে নিজ দেশে চলে যাবার পর নতুন করে সে সকল পলাতক প্রবাসীরা সৌদিতে প্রবেশ করার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

সৌদি গেজেট পত্রিকা প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

সৌদি পাসপোর্ট অধিদফতরের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি আরো জানিয়েছে অকারণে কর্মস্থল হতে পালিয়ে যাওয়া শ্রমিক পুলিশের কাছে আটক হলে ৫০ হাজার রিয়াল জরিমানা এবং ৬ মাসের জেলের বিধান রাখা হয়েছে ।

আটককৃত শ্রমিক অর্থদন্ড এবং জেল শেষে দেশে পাঠিয়ে দেয়া হলে, সে সব শ্রমিক কখনোই সৌদি আরবে আর প্রবেশ করতে পারবেন না। যদি কোন সৌদিয়ান ব্যক্তি বা ভিন্ন দেশের প্রতিষ্ঠান অবৈধ প্রবাসীদের চাকরি করার সুযোগ করে দেয় তবে প্রচলিত আইন অনুসারে শাস্তিমূলক ১লাখ সৌদি রিয়াল জরিমানা ও পাঁচ বছরের জন্য প্রবাসী শ্রমিক নিয়োগ বন্ধ করা হবে

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৩০এএম/০৭/১১/২০১৯ইং)