• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে : ওবায়দুল কাদের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০১৭, ৮:০৫ PM / ৪৮
মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে : ওবায়দুল কাদের

 

ঢাকারনিউজ২৪.কম, (বাসস) : দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে সবাইকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতির দিকে ফিরে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২ সেপ্টেম্বর শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের পেশকার হাট ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহবান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো মানুষের জন্য রাজনীতি করি, তাই যারা নেতিবাচক রাজনীতি করে, সবাইকে ইতিবাচক রাজনীতিতে আসতে হবে। জনস্বার্থে, মানুষের কল্যাণে এটাই হোক আজকের দিনের প্রার্থনা।’
তিনি বলেন, ‘দেশের শান্তি ও দেশের মানুষের সুখই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশের মানুষ নেতিবাচক রাজনীতি পছন্দ করে না, সে পথ থেকে আমাদের সরে আসতে হবে।’
নামাজ শেষে মন্ত্রী ঈদগায়ে এলাকার জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে, তিনি প্রবীণ ও অসুস্থ আওয়ামী লীগ নেতাদের বাড়ীতে গিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং মৃত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত করেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৫৫পিএম/২/৯/২০১৭ইং)