• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি…


প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০১৯, ১১:২১ PM / ৪৪
মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি…

মিসকিনদের (ভিক্ষুক/ফকির) খাবার ব্যবস্থা করা, শিক্ষিত বেকার ও বেকারদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের।
আর এর সুযোগ সৃষ্টি না করে দিলে সমাজে অপরাধ, অনিয়ম, চুরি, ডাকাতি, চাঁদাবাজী ছিনতাইসহ নানা প্রকার দুর্নীতি বেড়ে যাবে। কেননা, শিক্ষিত বেকাররা ওই সময় অপরাধ মূলক কাজে লিপ্ত হবে। মাদকের প্রতি ঝুঁকে পড়বেন। এতে, খুন-খারাবিসহ ধর্ষণের মত জঘৃণ্য কাজ করতেও দ্বিধাবোধ করবেন না।

ফলে, সমাজ ও দেশ টোকাই- ছিনতাইদের কবলে ধনীরা পড়বেন। এতে সমাজ নানামুখী বিশৃঙ্খলার মধ্যে অতিবাহিত হবে। তাই, অভাবি ও মিসকিনদের খাদ্যের স্থায়ী ব্যবস্থা এবং শিক্ষিত বেকারদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি বর্তমান মাননীয় রাষ্ট্রপতি ও নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নিকট।

শিক্ষিত বেকারদের পক্ষে –
সাংবাদিক- ইখতিয়ার উদ্দীন আজাদ,
সহ-সভাপতি : পত্নীতলা প্রেস ক্লাব,
নজিপুর পৌরসভা, পত্নীতলা, নওগাঁ।
মুঠোফোন: 01728637440
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:২৫পিএম/৪/১/২০১৯ইং)