• ঢাকা
  • রবিবার, ২৬ মে ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

মাঠে মাঠে বোরো চাষের ব্যস্ততা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০১৮, ৮:২২ PM / ৪৩
মাঠে মাঠে বোরো চাষের ব্যস্ততা

ঢাকারনিউজ২৪.কম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের মাঠে মাঠে চলছে কৃষকের বোরো চাষের কর্ম ব্যস্ততা। বোরো আবাদ মৌসুমের শুরুতে তীব্র ঠাণ্ডায় এখানকার কৃষকরা বোরো চাষে একটু বিপাকে পড়লেও এখন ঠাণ্ডা কমতে শুরু করার সাথে সাথে কোমর বেঁধে মাঠে নেমেছে।

জেলার রৌমারী, রাজীবপুর, চিলমারী, উলিপুর, রাজারহাট, কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার সর্বত্রই কৃষকরাা বোরোর জমিতে চাষ, সেচ প্রদান ও বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কৃষকের সাথে মাঠে নেমেছে কিষাণীরাও।

এবার কুড়িগ্রামে আমন মৌসুমে বন্যার কারনে ফসল বির্পযয় হয়েছিলো। তাই সে ক্ষতি পুষিয়ে নিতে বোরো মৌসুমের উপর ঝোঁক দিয়েছে কৃষকরা।

ফলে এবার লক্ষ্যমাত্রার অধিক জমিতে বোরো চাষ হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি।

ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের কৃষক শান্ত রহমান (৩৬) জানান, বন্যায় তাদের আমন খেতত ক্ষতিগ্রস্থ হওয়ায় তাদের পরিবারে চালের অভাব দেখা দেয়। এ জন্য ক্ষতি পুষিয়ে নিতে এবার তিনি গতবারের চেয়ে বেশি জমিতে বোরো চাষ করছেন।

নাগেশ্বরী পৌর এলাকার কৃষক রহমান আলী (৫৫) জানান, এবার তিনি ৩ বিঘা জমিতে বোরো চাষ করছেন। আমনের আবাদ বন্যায় নষ্ট হওয়ায় এবার নষ্ট ফসলের ক্ষতি পুষিয়ে নিতে তিনি গতবারের চেয়ে আরো এক বিঘা জমি বাড়িয়ে মোট ৩ বিঘায় বেরো চাষ করছেন।

ফুলবাড়ী উপজেলার কুচিন্দ্র খানা গ্রামের আ. খালেক (৫৫) ও মাঝিটারী গ্রামের পুলিন চন্দ্র সেন (৬৫) জানান, বন্যায় আমনের খেত ব্যপক নষ্ট হওয়ায় তারা সে ক্ষতি পুষিয়ে নিতে এবার স্ত্রী-সন্তান সবাই মিলে বোরো চাষে কাজ করছেন। তারা জানান, শ্রমিকের মূল্য বেশি হওয়ায় খরচ বাঁচাতে পরিবারের সবাই জমিতে হালচাষ ও মই দিচ্ছেন।

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ির উপ-সহাকারী কৃষি কর্মকর্তা বিমল কুমার দে জানান, এবার কুড়িগ্রামের নয়টি উপজেলায় বোরো চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯ হাজার ৩৮ হেক্টর জমি।

তিনি আরও বলেন, বন্যার কারনে এখানকার কিছু কিছু জায়গায় কৃষকের আমনের ফসলে বিপর্যয় হওয়ায় আমনের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা যতœ সহকারে এবার বোরো চাষে মনোনিবেশ করেছেন। এতে করে কুড়িগ্রামে গতবারের চেয়ে বোরো চাষের লক্ষমাত্রা বেড়ে গেছে। লক্ষমাত্রা ছাড়িয়ে অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৮:১৭পিএম/১৬/২/২০১৮ইং)