• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

ভারতকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ : হাথুরু


প্রকাশের সময় : জুন ১৩, ২০১৭, ১০:৫২ PM / ৫৭
ভারতকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ : হাথুরু

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে ভারত। দুর্দান্ত খেলছে বাংলাদেশও। তবে শক্তির বিচারে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে ভারত। ব্যাটিংয়ে দলটি বরাবরই বিশ্বসেরা। তবে এখন বোলিংয়ে তাদের আক্রমণ দুর্ধর্ষ। তাই বৃহস্পতিবারের সেমি-ফাইনালে ভারতকেই ফেভারিট মেনে নিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশও চ্যালেঞ্জ জানাবে, এই হুমকি দিয়ে রাখলেন টাইগারদের লঙ্কান কোচ।
বার্মিংহামের এজবাস্টনের সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে হাথুরু মঙ্গলবার বলেছেন, ‘ভারত এই ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে। তবে আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি তাহলে আমরা যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখি।’
ভারত-বাংলাদেশের এ হাইভোল্টেজ ম্যাচকে আর আট-দশটা সাধারণ ম্যাচের মতোই নাকি ভাবছেন হাথুরু। এমনকি তাদের বিপক্ষে বিশেষ কোনো প্রস্তুতিও নিচ্ছেন না বলে জানালেন তিনি, ‘আমরা এটাকে অন্য সব ম্যাচের মতোই ভাবছি। এর জন্য আলাদা করে কিছু ভাবছিনা, কোন প্রস্তুতিও নিচ্ছিনা।’ বিশেষ প্রস্তুতি না নিলেও ভারতের সকল খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনার ছক এঁকে রেখেছেন বাংলাদেশের কোচ, ‘ভারতের বিশ্বমানের খেলোয়াড় আছে এবং আমাদের তাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য পরিকল্পনা আছে। তবে সবসময় পরিকল্পনা কাজ করে না। এজন্যই তারা বিশ্বমানের।’
২০১৫ অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকেই দারুণ বদলে গেছে মাশরাফি-হাথুরুর বাংলাদেশ। ওই বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে খেলে টাইগাররা। আর সেই সাফল্যকেই টার্নিং পয়েন্ট মানছেন হাথুরু, ‘ওটা ছিল আমাদের সত্যিকার টার্নিং পয়েন্ট। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছবার পর আমরা ঘরের মাঠেও ভালো করতে চেয়েছিলাম। এবং আমরা তা করেছি। এরপর আমরা দেশের বাইরে ভালো খেলার প্রত্যয় নিয়েছিলাম। এটা (চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল) তারই ফসল।’
বিশ্বকাপের সে সাফল্যের পর ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছে ২০১৫ সালে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচেও জয় তুলে নেয়। তবে ঘরের মাঠের চ্যালেঞ্জ এবার দেশের বাইরেও নিতে চান হাথুরু, ‘আমাদের ভালো দক্ষ দল রয়েছে এবং অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো কম্বিনেশন আছে। সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে ঘরের বাইরে খেলা। আমাদের দেশের বাইরে বড় দলের বিপক্ষে খেলা বেশি প্রয়োজন। আমরা যখনই খেলার সুযোগ পাই, সর্বোচ্চ ভালো করার চেষ্টা করি।’
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সামাজিক মাধ্যমে রীতিমতো যুদ্ধ ছড়িয়ে পড়েছে দুই দলের উত্তেজিত ভক্তদের মাঝে। এর আগের লড়াইগুলো নিয়ে চলছে নানা আলোচনা-বিশ্লেষণ-সমালোচনা। একে অপরকে ট্রল করতেও ছাড়ছেন না। তবে এ সকল বিষয় পাত্তা না দিয়ে টাইগারদের নিজেদের খেলা উপভোগ করার ডাক দিয়েছেন কোচ হাথুরু, ‘অতীত কোনো ব্যপার না। আমার মনে হয় না অনেক লোকজন আমাদের সেমি-ফাইনালে পৌঁছে দিয়েছে। এখন আমাদের বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময় আমরা কতোদূর যেতে পারি। আশা করি খেলাটা উপভোগ করবো।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা দারুণ খেলছেন। তবে সে তুলনায় পিছিয়ে আছেন তরুণ খেলোয়াড়রা। তবে হাথুরুর আশা, সেমিতেই জ্বলে উঠবেন তরুণরা, ‘তরুণ খেলোয়াড়রা অবশ্যই দুহাতে সুযোগটা লুফে নেবে।’
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৫০পিএম/১৩/৬/২০১৭ইং)