• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

বৈশাখ


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০১৮, ৮:৩৭ PM / ৪০
বৈশাখ

ইখতিয়ার উদ্দীন আজাদ
___________________________________
আবার এলো বৈশাখ…
একটি বছর ঘুরে।
আবার এলো কালবৈশাখি,
কালমেঘ সাথে করে।
বৈশাখে নদীর পানি যায় কমে,
মাঠ-ঘাট ফেটে হয় চৌচির!
সমস্ত প্রকৃতি করে খাঁ খাঁ…
সবাই অপেক্ষা করে বৃষ্টির।
এমন সময় আসে বৃষ্টি,
জনমনে আনে স্বস্তি।
কালবৈশাখি আঘাত হানে,
ভেঙ্গে দেয় গরিবের ঘর!
এইসব দিয়েই আরম্ভ হয়,
নতুন একটি বছর।
—————————————-
সাংবাদিক- পত্নীতলা, নওগাঁ।