• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১০ অপরাহ্ন

বেরোবির চার শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০১৭, ৭:৩৮ AM / ৪৩
বেরোবির চার শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

ঢাকারনিউজ২৪.কম:

স্নাতক পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত হওয়ায় প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চার মেধাবী শিক্ষার্থী। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল অডিটোরিয়ামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে পদক ও সনদ তুলে দেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৪ সালের জন্য মনোনীতরা শিক্ষার্থীরা হলেন- সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের স্বল্পনা রানী, বিজ্ঞান অনুষদভুক্ত গণিত বিভাগের মিঠুন দাস, কলা অনুষদভুক্ত বাংলা বিভাগের মোছা. আরিফা সুলতানা, বিজনেজ স্টাডিজ অনুষদভুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. রাফিউল ইসলাম।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা  জানান, বেরোবি থেকে প্রথমবারের মতো তারা এই প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন। তাদের এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাবা-মা সহযোগিতায় তাদের এই অর্জন সম্ভব হয়েছে।

ভবিষ্যতেও এমন সাফল্য অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করেন তারা। এদিকে স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রতিটি অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তরা এই পদকের জন্য মনোনীত হন। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৬ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭.৩৬এএম/২৩//২০১৭ইং)