• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটিতে ব্যাংক বন্ধ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০১৯, ১২:১৩ AM / ১৩৬
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটিতে ব্যাংক বন্ধ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনী এলাকায় সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একইসঙ্গে নতুন যুক্ত হওয়া উত্তর সিটিতে ১৮টি ওয়ার্ড ও দক্ষিণে ১৮টি ওয়ার্ডেও সাধারণ নির্বাচন হবে। ওইসব এলাকায়ও ব্যাংক বন্ধ থাকবে।

তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাকি ওয়ার্ডগুলোতে ব্যাংকের স্বাভাবিক লেনদেন চলবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচনী এলাকায় ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকমূহের সব শাখা বন্ধ থাকবে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১৩২:১৩এএম/২৭/২/২০১৯ইং)