• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে চালু হলো ড. মোহাম্মদ সাদিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০১৭, ১২:১৬ AM / ৫৬
বিশ্বম্ভরপুরে চালু হলো ড. মোহাম্মদ সাদিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

 
জাহাঙ্গীর আলম ভুইঁয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জের কৃতিসন্তান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের নামে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফুলভরী গ্রামে ঐ বিদ্যালয়টি স্থাপন করা হয়। পিএসসি চেয়ারম্যানের ভাগ্নে ও ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান তালুকদার ব্যক্তিগত ও এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টিতে চলছে নিয়মিত পাঠদান। ইতিমধ্যে ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে বই প্রদান করা হয়েছে। সম্প্রতি বই বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফতেহপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও স্কুল ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠিতা সভাপতি মহিবুর রহমান তালুকদার। এতে বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক হাসান বশির,জাপা নেতা যামিনী কান্ত সরকার,পাঁচগাঁও এমদাদুল উলুম ইসলামিয়া ফুলভরি মাদ্রাসার মুহতামিম মাওলানা নূর আহমদ,স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জমির হোসেন,কমিটি সদস্য আব্দুন্নূর,আব্দুল লতিফ,এলেমান হোসেন,আব্দুল কাদির,মজিুবর রহমান,আতাউর রহমান,ইসমাঈল হোসেন,রুস্তুম আলী,সুন্দর আলী,মাওলানা আলী নূর,মোহাম্মদ আলী,আজিজুর রহমান,তোতা মিয়া,জাকির হোসেন,জহুর আলী,মরম আলী,ফারদুল মিয়া,মাসুক মিয়া,শিক্ষক সহিদ মিয়া শহিদ,আবু তাহের,পারুল আক্তার,সখিনা বেগম ও আব্দুল করিম প্রমুখ। সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। উল্লেখ্য পিএসসি চেয়ারম্যান কবি ড.মোহাম্মদ সাদিকের আপন ভাগ্নে মহিবুর রহমান তালুকদার তার মামার নামে ২০১৬ সালের প্রথম দিকে এই বিদ্যালয়টি চালু করেন। এ ব্যাপারে মহিবুর রহমান তালুকদার বলেন,সম্প্রতি পলাশ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে পিএসসির চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক বলেছেন,“সুনামগঞ্জ জেলায় আমার ২টি বাড়ী আছে। একটি হচ্ছে সদর উপজেলার ধারারগাও গ্রামে আমার বাপ দাদার বাড়ী আর অন্যটি হচ্ছে বিশ্বম্ভরপুর উপজেলার ফুলভরী ”। তাই কোন কিছু পাওয়ার জন্য নয় একমাত্র মামা ও তার বোনের অর্থাৎ আমার মায়ের এবং বাবার বাড়ীর স্মৃতিকে জাগরুক রাখার লক্ষ্যে আমি নিজ উদ্যোগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:০৭এএম/১৩/২/২০১৭ইং)