• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

বিএসএমইউতে ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০১৭, ১২:১০ AM / ৫৩
বিএসএমইউতে ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 
ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সারভিক্যাল ও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর সেবা উনয়ন ও জনসচেনতা বৃদ্ধি ছিল সেমিনারের উদ্দেশ্য।

সেমিনারে ক্যান্সার প্রতিরোধ নিয়ে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট প্রকল্পের (পিডি) পরিচালক অধ্যাপক ডা. আশ্রাফুন্নেসা। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. অবুল কালাম আজাদ। বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কামরুল ইসলাম, প্রো-ভিসি, ট্রেজারার ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধানরা সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:০৩এএম/২০/১/২০১৭ইং)