• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন

বাবাকে দাফন করে এসএসসি পরীক্ষার হলে আবনী নাসরিন 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৪, ১১:৫৬ PM / ১৩০
বাবাকে দাফন করে এসএসসি পরীক্ষার হলে আবনী নাসরিন 

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :হঠাৎ করেই যে প্রিয় বাবা আকাশের তারা হয়ে যাবেন স্বপ্নেও ভাবতে পারেননি এসএসসি পরীক্ষার্থী আবনী নাসরিন। সেই বাবার মৃত্যুতে শোক পালনের অবসরটুকু ও মিলল না আবনীর। ২২শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পিতার মরদেহ কবরে শায়িত রেখে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে। সেসময় তাকে সান্ত্বনা দেন হলের শিক্ষক ও সহপাঠীরা ।
এ হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। জানা যায় কটিয়াদী সদর পশ্চিমপাড়ার বাসিন্দা ও কটিয়াদী বাজারের ব্যবসায়ী ফজলুর রহমান (দুদুমিয়া ) ২১শে ফেব্রুয়ারি বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।২২শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তার দাফনসম্পন্ন শেষে তারই দ্বিতীয় কন্যা আবনী নাসরিন পূর্ণ, বাবার মৃত্যু শোকের মধ্যেই চলতি এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করে। অবনী নাসরিন পূর্ণ কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। এ ব্যাপারে কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ বলেন ঘটনাটি খুবই হৃদয়বিদারক এবং আমরা সবাই শোকাবিভূত। আবনি নাসরিন এই বিদ্যালয়ের একজন ভালো ছাত্রী । পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দিবার জন্য কেন্দ্র সচিবসহ সবাই আবনি নাসরিন পুর্ণাকে সান্ত্বনা দিয়েছেন এবং সে ভালোভাবেই ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়েছে বলে জানান।