• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

বাজেট ভালো হয়েছে বলেই বিএনপি প্রতিক্রিয়া দেখাচ্ছে : কাদের


প্রকাশের সময় : জুন ৮, ২০১৮, ৬:২৮ PM / ৫০
বাজেট ভালো হয়েছে বলেই বিএনপি প্রতিক্রিয়া দেখাচ্ছে : কাদের

ঢাকারনিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বড় বাজেট, বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ বাস্তবায়নের সক্ষমতা সরকারের রয়েছে।

শুক্রবার(৮ জুন) নারায়ণগঞ্জে মেঘনা সেতু এলাকায় যানবাহন চলাচলের বিকল্প হিসেবে ফেরিঘাট নির্মাণের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন।

বিএনপির কড়া সমালোচনা করে কাদের বলেন, ‘বাজেট ভালো হয়েছে বলেই বিএনপি প্রতিক্রিয়া দেখাচ্ছে, সমালোচনা করছে। ভালো জিনিসের প্রতি তাদের সমালোচনা থাকবেই। বুঝে বা না বুঝেই বিএনপি সব সময় সবকিছুর বিরোধিতা করে।’

তিনি বলেন, ‘জনগণের স্বার্থের কথা চিন্তা করে সরকার বাজেট পেশ করেছে। বাজেটে কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে, তা সংসদে আলোচনা করে ঠিক করা হবে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম আট লেনের মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনায় টোল আদায়ের সময় খুচরা লেনদেনের কারণে যানজট হচ্ছে। তবে সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে যানজট নিয়ন্ত্রণে রাখতে।’

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেঘনা ও গোমতী নদীতে আগামী ১২ জুন থেকে ফেরি চলাচলু উদ্বোধন করা হবে।

ঈদুল ফিতরে মানুষের নিরাপদে ঘরে ফেরা নিশ্চিতে সড়কের ওপর চাপ কমাতেই মেঘনা-গোমতীতে ফেরি সার্ভিস চালু হচ্ছে বলেও জানান তিনি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:২৫পিএম/৮/৬/২০১৮ইং)