• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

বাগেরহাটের শরণখোলায় আ.লীগ নেতার মৃত্যুতে শোকের ছায়া


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৩, ১১:৩৪ PM / ১১৭
বাগেরহাটের শরণখোলায় আ.লীগ নেতার মৃত্যুতে শোকের ছায়া

এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগ নেতা ও রায়েন্দা ইউপির জনপ্রিয় মেম্বার সরোয়ার হোসেন তালুকদার (৪৫) এর মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (ইন্নালিল্লাহি————–রাজিউন)। বুধবার দিবাগত রাত দেড় টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। উপজেলার খাদা গ্রামের মৃত চানমিয়া তালুকদারের ছেলে সরোয়ার হোসেন তালুকদার রায়েন্দা ইউনিয়নের খাদা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ছোট মেয়ের বয়স মাত্র দেড় মাস। পরিবারের সদস্যদের আহজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আওয়ামী লীগ নেতা সরোয়ার তালুকদার গত ৭ অক্টোবর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার দিবাগত রাতে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। আজ জোহর বাদ রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দীন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জামিল হোসাইন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি। সভায় বক্তারা আওয়ামী লীগ নেতা সরোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। তার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামাল সোহাগ, উপজেলা বিএনপির আহ্বায়ক মতিয়ার রহমান খান, যুগ্ন আহ্বায়ক মোল্লা ইসাহাক আলী, রায়েন্দা বাজার কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান তালুকদার বাবুল গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।