• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান


প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০১৮, ১১:৩৩ PM / ৩৩
বাগাতিপাড়ায় সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর-বাগাতিপাড়া প্রধান সড়কে মালঞ্চি রেলগেট এলাকায় রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকা, থ্রি হুইলারের অবৈধভাবে রাস্তা দখল করে অটোস্ট্যান্ড করে জনগনের চলাচলে বিঘ্ন সৃষ্টির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবা(২৮ আগস্ট) বিকেলে ঘন্টা ব্যাপী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ওই অভিযানে অবৈধভাবে রাস্তা দখল করে মালঞ্চি রেলগেট এলাকায় অটোস্ট্যান্ড করে জনগনের চলাচলে বিঘœ সৃষ্টির অভিযোগে তিন অটো চালক চংধুপইল গ্রামের মিজান, লক্ষণহাটীর বাবুল হোসেন ও সান্ন্যাল পাড়ার গোলাম হোসেনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও কাগজপত্র ও হেলমেট না থাকার অভিযোগে চার মোটর সাইকেল চালককে রামনগরের দ্বীপ সরকার, ভাটোপাড়ার শহিদুল ইসলাম, কোয়ালীপাড়ার সাইফুল ইসলাম এবং রাজশাহীর বাঘার মাহাবুর ইসলাম এর বিরুদ্ধে মোটরযান অধ্যাদেশ আইনে মামলা দিয়ে ২ হাজার একশ’ টাকা জরিমানা আদায় করা হয়।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৩২পিএম/২৮/৮/২০১৮ইং)