• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ


প্রকাশের সময় : জুন ২৪, ২০২৩, ১১:৫৯ PM / ১৯৭
বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

 

 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ( উফশী ও হাইব্রিড) ও গ্রীষ্মকালিন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফসলের বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ইউএনও নীলুফা সরকার সভাপতিত্বে উপস্থিত থেকে বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করেন ৫৮ নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা উম্মে সালমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠা-ু ও সহ সভাপতি দ্বিপক কুমার কু-, জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য বেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।এ সময় উপজেলার ৪৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি রোপা আমনের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও ১০০ জনের মাঝে হাইব্রিড রোপা আমনের বীজ এবং ১০০ জন কৃষকদের মাঝে ১ বিঘা জমিতে গ্রীষ্মকালিন পেঁয়াজ চাষের জন্য উপকরণ সহায়তা হিসেবে ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার ১কেজি পেঁয়াজের বীজ, ১ প্যাকেট ছত্রাকনাশক, পলিথিন সিট,নাইলনের রশি, পরিচর্যা, সেচ, বাঁশ ক্রয় ও শ্রমিক বাবদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৮০০/- টাকা বিতরণ করা হবে।