• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

বাংলাদেশি পণ্যের হালাল সনদ দিতে আগ্রহী ভারত


প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০১৭, ১১:৪৩ PM / ২৮
বাংলাদেশি পণ্যের হালাল সনদ দিতে আগ্রহী ভারত

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশে উৎপাদিত পণ্যসমূহের হালাল সনদ দিতে আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশ সফররত ইন্ডিয়ান মুসলিম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইএমসিসিআই) নেতারা।

সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে এ কথা জানায় আইএমসিসিআইয়ের প্রতিনিধিদল।

বৈঠকে আইএমসিসিআইয়ের চেয়ারম্যান মোহাম্মদ দাউদ খান বলেন, তারা মুসলিম চেম্বার হিসেবে ভারতে বিভিন্ন হালাল পণ্যের সাটিফিকেট দিয়েছেন, যা আন্তর্জাতিকমানের। তারা বাংলাদেশি পণ্যের হালাল সার্টিফিকেট দিতে আগ্রহী।

বৈঠকে তারা জানান, বাংলাদেশের ব্যবসায়ীদের প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করতে চান তারা। বাংলাদেশের কোন কোন খাতে বিনিয়োগ করলে তাদের ভালো সে বিষয়ে কাজ করতে চান। এ জন্য উভয়ের মধ্যে সমঝোতা দরকার।

বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ জানান, বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। তারা চাইলে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ করতে পারেন বলে মন্তব্য করেন মাতলুব আহমেদ।

হালাল পণ্যের সার্টিফিকেট বিষয়ে তিনি বলেন, বিশ্বের দুটি দেশ (ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া) হালাল পণ্যের সার্টিফিকেট দিয়ে থাকে। আপনাদের মান আন্তর্জাতিক মানের হলে আমরা বিবেচনা করব।

বৈঠকে আইএমসিসিআইয়ের চেয়ারম্যান মোহাম্মদ দাউদ খানের নেতৃত্বে ১৬ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল অংশ নেন। বাংলাদেশের পক্ষে এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ ও সংগঠনের সচিব হোসেন জামিলসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৪২পিএম/১৬/১/২০১৭ইং)