• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

বরিশাল-২ আসনে আ’লীগের মনোনয়ন চান সাংবাদিক-কলামিষ্ট সোহেল সানি


প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০১৮, ৪:০১ PM / ৬৬
বরিশাল-২ আসনে আ’লীগের মনোনয়ন চান সাংবাদিক-কলামিষ্ট সোহেল সানি

রাহাদ সুমন, বানারীপাড়া : বাংলাদেশ আওয়ামীলীগের প্রথম উপ-কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট সোহেল সানি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর)আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী । স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলনে ঢাকার রাজপথে ভূমিকা রাখতে গিয়ে পুলিশের গুলিতে আহত হন তৎকালীণ অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক সোহেল সানি। পরবতীতে তিনি বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

sohel-sunny

১৯৯৭ সালে গঠিত বাংলাদেশ আওয়ামীলীগের প্রথম প্রচার উপ কমিটির সদস্য মনোনীত হন মুজিব অন্তঃপ্রাণ সাংবাদিক সোহেল সানি। ওই প্রচার উপ কমিটির চেয়ারম্যান ছিলেন প্রয়াত আওয়ামীলীগ নেতা আ. জলিল।প্রায় সাড়ে তিন দশক ধরে সাংবাদিকতা পেশায় ব্রতী থেকে তিনি খ্যাতিমান সাংবাদিক ও কলামিষ্ট হিসেবে সুপরিচিতি অর্জন করেছেন। তার প্রতিটি লেখা পত্রিকায় প্রধান খবর হিসেবে প্রকাশিত হয়ে আলোড়ন সৃষ্টি করে।ব ঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য সোহেল সানি ওয়ান ইলেভেনের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দলীয় সভানেত্রীকে মুক্ত করতে ওই সরকারের বিরুদ্ধে লিখতে গিয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। ওই হামলায় তার একটি পা ক্ষতিগ্রস্থ হলে প্রায় আড়াই বছর ঢাকার পঙ্গু ও সেন্ট্রাল হাসপাতালে তাকে চিকিৎসা নিতে হয়। যুদ্ধাপরাধী, মৌলবাদী, সন্ত্রাসী ও গড ফাদারদের বিরুদ্ধে লিখতে গিয়ে তাকে বার বার সন্ত্রাসী হামলার শিকার হতে হয়।সম্প্রতিও সন্ত্রাসী হামলায় তিনি আহত হয়েছেন।তারপরও তার ক্ষুরধার লেখনী কেউ থামাতে পারেনি।ঢাকা সাংবাদিক ইউনিয়নের জনপ্রিয় সভাপতি শাবান মাহমুদ ও সোহেল সানিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তানের মতো এতটাই ¯েœহ করেন যে তাদের দুই বন্ধু জুটিকে তিনি আদর করে ‘মিঠু-মন্টি’ বলে ডাকেন।আওয়ামীলীগের আজকের এ অবস্থানের পিছনে লেখনীর মাধ্যমে যেসব সাংবাদিক অগ্রণী ভূমিকা পালণ করেছেন শেখ হাসিনা ও মুজিব অন্তঃপ্রাণ সাংবাদিক শাবান মাহমুদ ও সোহেল সানি তাদের মধ্যে অন্যতম। দুঃসময়ে দলের স্বার্থে তারা কলম ছেড়ে নেতা-কর্মীর মতো রাজপথে নামতেও কার্পন্যতা করেন না।বাংলাবাজার,অমাদের সময় ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে সাংবাদিক সোহেল সানি’র লেখা অসংখ্য সংবাদ আলোড়ন সৃষ্টি করে।মেধা,মনন ও লেখনীতে তাকে  একুশে ফেব্রুয়ারীর অমর গানের রচয়িতা  বরিশালের কৃতী সন্তান প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট আ. গাফ্ফার চেীধুরীর উত্তরসুরী হিসেবেও অনেকে মন্তব্য করেন।বরিশালের বানারীপাড়ার কৃতী সন্তান ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কার্য নির্বাহী সদস্য সাংবাদিক সোহেল সানি বর্তমানে  সম্প্রচারের অপেক্ষায় থাকা এসটিভি বাংলা চ্যানেলে হেড অব নিউজ(বার্তা প্রধান) হিসেবে যোগদান করেছেন।এছাড়াও তিনি ঢাকা প্রেস টোয়েন্টি ফোর ডটকম,প্রথম সময়,সিএনএন বিডি টিভি ও দেশ জনতা সহ বেশ কয়েকটি অন লাইন পত্রিকায় প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালণ করছেন।বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন পত্রিকায় তার ব্যতিক্রমধর্মী লেখা চুম্বক কলাম পাঠকদের হৃদয় গভীর ভাবে স্পর্শ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শোষন-বৈষম্যহীন,ক্ষুধা,দারিদ্র,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা বির্নিমানে লেখনীর মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখা সাংবাদিক সোহেল সানি’র ঐকান্তিক বিশ্বাস দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলের প্রতি তার ত্যাগের যথার্থ মূল্যায়ন করবেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৪:০০পিএম/২৬/১/২০১৮ইং)