• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

বরিশালে জাপা’র মেয়র প্রার্থী তাপস বহিষ্কার


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০১৮, ৮:৩৭ PM / ৬২
বরিশালে জাপা’র মেয়র প্রার্থী তাপস বহিষ্কার

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কার করা হয়েছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে লাঙল প্রতীকে মেয়র পদপ্রার্থী মো. ইকবাল হোসেন তাপসকে। ২৫ জুলাই, শুক্রবার এই মেয়র প্রার্থীকে বহিষ্কার করা হয়।

শুক্রবার রাতে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। জাপার পক্ষ থেকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় অনড় থাকা এবং কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়া ও পার্টির শৃঙ্খলাভঙ্গের দায়ে ইকবাল হোসেন তাপসকে জাতীয় পার্টির সব পদ ও পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক আজ ইকবাল হোসেন তাপসের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন। ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:৩৫পিএম/২৭/৭/২০১৮ইং)