• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে কাউন্সিলর মতি’র শ্রদ্ধাঞ্জলি


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০১৮, ১২:৪০ AM / ৩৯
বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে কাউন্সিলর মতি’র শ্রদ্ধাঞ্জলি

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি বলেছেন, ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির জন্য এক ভয়াবহ শোকের দিন। অকালে বঙ্গবন্ধুকে হারিয়ে এ জাতি যতটা ক্ষতিগ্রস্থ হয়েছে, তা পূরণ হবার নয়। তবে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনার মধ্যদিয়ে জাতি লাভবান হবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের সম্পদ। জাতির পিতা হয়ে তিনি আজীবন শ্রদ্ধা- ভালোবাসায় বেঁচে থাকবেন কোটি বাঙ্গালীর মাঝে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকারনিউজ২৪.কম’এ পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার(১৪ আগস্ট) বেলা ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তৃণমূল পর্যায়ের প্রায় ৫০ হাজার নেতাকর্মীদের নিয়ে শোকর‌্যালী করেছেন। যা ওই এলাকায় স্বরণকালের বিশাল শোকর‌্যালী বলে জনসাধারনের দাবি।

উল্লেখ্য, আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। জাতির পিতার ৪৩তম প্রয়াণ। ১৯৭৫ সালের এদিন স্ত্রী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র- শেখ কামাল, শেখ জামাল ও ১০ বছরের শিশুপুত্র শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল এবং এক সহোদরসহ নির্মম হত্যার শিকার হন জাতির জনক। পঁচাত্তরের ১৫ আগস্ট মধ্যরাতে সুসজ্জিত একদল বিশ্বাসঘাতকের কাছে শহীদ হন অবিসংবাদিত নেতা জাতীর জনক শেখ মুজিবুর রহমান।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৪০এএম/১৫/৮/২০১৮ইং)