• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বাদ দিয়ে ধাপ্পাবাজি সংজ্ঞার লীলাখেলা চলছে


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০১৮, ৭:৩৩ PM / ৭৫
বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বাদ দিয়ে ধাপ্পাবাজি সংজ্ঞার লীলাখেলা চলছে

আবীর আহাদ : বঙ্গবন্ধু সরকারের মুক্তিযোদ্ধা সংজ্ঞা (1972) : Freedom Fighters (FF) means any person who had served as member of any force engaged in the War of Liberation.

এটাই হলো মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংজ্ঞা । বঙ্গবন্ধু সরকারের মুক্তিযোদ্ধা সংজ্ঞার ভেতর সংঘবদ্ধ (ফোর্স ) বাহিনীর কথা রয়েছে—–যেসব বাহিনীর সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ ও যুদ্ধের সাথে সম্পর্ক ছিলো । এ-সংজ্ঞার আলোকে মুজিবনগর সরকারের বিভিন্ন সেক্টরভিত্তিক গণবাহিনী, মুজিববাহিনী, সামরিক বাহিনী, ইপিআর-পুলিশ বাহিনী ও স্থানীয় বিভিন্ন বাহিনীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা হবে সর্বোচ্চ দেড় লক্ষ ।

অপরদিকে আকম মোজাম্মেল হকের নেতৃত্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকার)-এর মুক্তিযোদ্ধার সংজ্ঞা (2016) : The people who were involved in the liberation war in response to the call of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman in between March 26 and December 16, 1971.

এটা কিছুতেই মুক্তিযোদ্ধার সংজ্ঞা হতে পারে না । এটা হলো মুক্তিযুদ্ধের সাথে কোনো-না-কোনোভাবে জড়িত লোকদের সংজ্ঞা—–যাকে প্রচ্ছন্নভাবে মুক্তিকামী জনতার সংজ্ঞা বলা যেতে পারে । জামুকা প্রণীত তথাকথিত মুক্তিযোদ্ধা সংজ্ঞায় অস্ত্র প্রশিক্ষণ ও যুদ্ধের কথা নেই—–নেই কোনো সংঘবদ্ধ বাহিনীর (ফোর্স ) অস্তিত্ব !

জামুকার ঐ সংজ্ঞার আলোকে মুক্তিকামী সবাই মুক্তিযোদ্ধা ! এদের সংখ্যা লক্ষ লক্ষ লক্ষ—–কোটি কোটি ! এ-জন্য যখন-তখন যে কেউ মুক্তিযোদ্ধা হয়েছেন হচ্ছেন এবং হতেই থাকবে ।

অতএব কে বা কারা কারা মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠিয়ে ‘মুক্তিযোদ্ধা’ হতে চান ? আসুন, আসুন, আসুন——–!!!

মুক্তিযোদ্ধা নামের এই ধাপ্পাবাজির সংজ্ঞার লীলাখেলা কি চলতেই থাকবে ???

আবীর আহাদ
লেখক, গবেষক
আহ্বায়ক, : একাত্তরের মুক্তিযোদ্ধা

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৩২পিএম/৩০/৩/২০১৮ইং)