• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

ফের অনুদান পাচ্ছেন গাজী রাকায়েত ও মানিক মানবিক


প্রকাশের সময় : জুন ৭, ২০১৮, ১১:১০ AM / ৯২
ফের অনুদান পাচ্ছেন গাজী রাকায়েত ও মানিক মানবিক

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ২০১৭-১৮ অর্থ বছরে চলচ্চিত্রের জন্য সরকারি অনুদান ঘোষণা করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো স্থান পেলেন গাজী রাকায়েত ও মানিক মানবিক।

তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার জানানো হয়, চলচ্চিত্র বিভাগে ৫ জনকে এবার চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে।

অনুদান প্রাপ্ত নির্মাতারা হচ্ছেন মানিক মানবিক (আজব ছেলে), আবিদ হোসেন খান (অবলম্বন), গাজী রাকায়েত (গোর), সাইদুল আনাম টুটুল (কালবেলা) ও হাবিবুর রহমান (অলাতচক্র)।

এর মধ্যে অনুদান হিসেবে প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’ পাবে ৪০ লাখ আর বাকি ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পাবে ৬০ লাখ টাকা করে।

এছাড়া স্বল্পদৈর্ঘ্য বিভাগে কোনো চলচ্চিত্রের নাম ঘোষিত হয়নি।

গাজী রাকায়েত পরিচালিত অনুদানের সিনেমা ‘মৃত্তিকা মায়া’ মুক্তি পায় ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর। সিনেমাটি ১৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

অন্যদিকে সরকারি অনুদানে মানিক মানবিক নির্মাণ করেছিলেন ‘শোভনের স্বাধীনতা’ শিরোনামের শিশুতোষ চলচ্চিত্র। মুক্তি পায় ২০১৫ সালের ১১ ডিসেম্বর।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:১০এএম/৭/৬/২০১৮ইং)