• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন

ফতুল্লা তক্কারমাঠ এলাকার কুখ্যাত ডাকাত মাদক সম্রাট রতন এখনও অধরা


প্রকাশের সময় : মে ১৩, ২০১৮, ৮:৩৩ PM / ৩৬
ফতুল্লা তক্কারমাঠ এলাকার কুখ্যাত ডাকাত মাদক সম্রাট রতন এখনও অধরা

এ.আর.কুতুবে আলম, নারায়ণগঞ্জ : ফতুল্লার তক্কারমাঠ এলাকার কুখ্যাত ডাকাত সদস্য মাদক সম্রাট রতন এখনও রয়েগেল ধরা ছোঁয়ার বাহিরে । তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা হলেও সে আজও গ্রেপ্তার হয়নি। বন্ধ হয়নি তার মাদক ব্যবসা। দেদারছে চালিয়ে যাচ্ছে রতনের মাদক ব্যবসা । তার রয়েছে ১২ ডজন বিশ্বস্ত সেলস্ ম্যান। তারা আজও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানান এলাকাবাসী।
পুলিশ সূত্রেজানাযায়, এসআই(নিঃ)/ মোঃ কামরুল হাসান, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ সঙ্গীয় কং/১৮৪৪ রুবেল, কং/৬৮২ শাহ আলম, কং/১৭৫৭ সাইফুল, কং/৫৫৯ রফিকুল ইসলাম, সর্ব ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জদের সহায়তায় মাদক ব্যবসায়ী সদস্য ১। রবিন (৩২), পিতা- মৃত মোবারক হোসেন কইফা, সাং- পূর্ব লামাপাড়া, ২। মোঃ হাবিব (২৫), পিতা- বাবুল, সাং- পশ্চিম লামাপাড়া, ৩। মোঃ রাসেল (২৩), পিতা- ফজল হক, সাং- শিবু মার্কেট পুরান বাজার, সর্ব থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ সোহাগ খান (৩৫), পিতা- শাহাবুদ্দিন, সাং- বকশিকান্দা, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা, এ/পি- শিবু মার্কেট পূর্ব লামাপাড়া রবিনের বাড়ীর ভাড়াটিয়া এবং তাহাদের দখল হইতে উদ্ধারকৃত ১০০০০ (দশ হাজার) পিস লালচে বর্ণের মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট, যাহা ৬০টি নীল জিপারে রক্ষিত, যাহার ওজন ১০০০ গ্রাম= ০১ কেজি, মূল্য অনুমান ১০,০০,০০০/- টাকা ও মাদক বিক্রির নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, প্রতিটি ১০০০ টাকার নোট সহ থানায় নিয়ে আসে। এরপর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্ল¬া মডেল থানার জিডি দায়ের করেন এস.আই কামরুল হাসান। জিডি নং- ১০০৩, তারিখ- ১৮/০৪/২০১৮ ইং মূলে উল্লেখিত ফোর্স সহ অত্র থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৯/০৪/২০১৮ তারিখ অনুমান ১৫.০৫ ঘটিকার সময় অত্র থানাধীন চানমারী এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, ৪/৫ জন মাদক ব্যবসায়ী ,মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেটের বড় চালান নিয়া ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড হতে লামাপাড়ার দিকে প্রবেশ করিবে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উল্লেখিত ফোর্স নিয়ে এস.আই কামরুল হাসান সহ অত্র থানাধীন শিবু মার্কেটস্থ প্রয়াস মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সামনে লামাপাড়া প্রবেশের মুখে অবস্থান করাকালে ইং ১৯/০৪/২০১৮ তারিখ অনুমান ১৫.২০ ঘটিকার সময় ০৪ জন ব্যক্তি বর্ণিত স্থানে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ০৪ জন ব্যক্তি কৌশলে পালানোর সময় সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তাহাদেরকে গ্রেপ্তার করেছে। এসময় উপস্থিত সাক্ষী (১) মোঃ আসলাম (৪৫), পিতা- মৃত লালু সরদার, সাং- পূর্ব লামাপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, (২) মোঃ সবুজ (৩৭), পিতা- মৃত আঃ ছামাদ, সাং- পূর্ব লামাপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, (গ) কং/১৮৪৪ রুবেল, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জদের মোকাবেলায় বিধি মোতাবেক ধৃত আসামীদের দেহ তল্লাশি করাকালে ১নং আসামীর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট ও পিছনের ডান পকেট হতে নীল জিপারে রক্ষিত ৩০০০ (তিন হাজার) পিস এবং সামনের ডান পকেট হইতে মাদক বিক্রির নগদ ৫,০০০(পাঁচ হাজার) টাকা, ২নং আসামীর পরিহিত প্যান্টের সামনের ডান ও বাম পকেট হতে নীল জিপারে রক্ষিত ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস, ৩নং আসামীর পরিহিত প্যান্টের সামনের ডান ও বাম পকেট হইতে নীল জিপারে রক্ষিত ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস এবং ৪নং আসামীর পরিহিত প্যান্টের সামনের ডান ও বাম পকেট হইতে ২০০০ (দুই হাজার) পিস সহ সর্বমোট ১০০০০ (দশ হাজার) পিস মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট তাহারা নিজ হাতে বাহির করিয়া দিলে উক্ত ইয়াবা ট্যাবলেট আমি নিজ হেফাজতে নিয়া ইং ১৯/০৪/২০১৮ তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় চালান আনিয়া নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। উপরোক্ত ধৃত আসামীগণ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট রেখে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন (সং/২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারার অপরাধ করছে। অভিযান শেষে ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সহ থানায় এসে এজাহার দায়ের করেএস.আই কামরুল হাসান।

একই ঘটনায় আরেকটি এজাহার দায়ের করেছে এস.কামরুল হাসান। নিম্মে তা হুবাহু তুলে ধরা হলো :
বিনীত নিবেদন এই যে, আমি এসআই(নিঃ)/ মোঃ কামরুল হাসান, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ সঙ্গীয় কং/১৮৪৪ রুবেল, কং/৬৮২ শাহ আলম, কং/১৭৫৭ সাইফুল, কং/৫৫৯ রফিকুল ইসলাম, সর্ব ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জদের সহায়তায় ধৃত আসামী ১। ইউসুফ হোসেন (৩২), পিতা- নজরুল ইসলাম, সাং- বিশনাথপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাই নবাবগঞ্জ, এ/পি- মিনার বাড়ী (রতনের বাড়ী), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ  এবং তাহার দখল হইতে উদ্ধারকৃত ৪৫ (পয়তাল্লিশ) বোতল মাদক জাতীয় ফেন্সিডিল, যাহার প্রতিটি বোতল প্লাষ্টিকের তৈরি এবং কর্ক অক্ষত, প্রতিটি বোতলের গায়ে কাগজের লেভেলে ইংরেজীতে চঐঊঘঝঊউণখ ঈঙটএঐ খওঘঈঞটঝ সহ অনান্য লেখা আছে, প্রতিটি বোতল ১০০ এমল করিয়া (১০০ী৪৫)= ৪৫০০ এমএল= ৪.৫ লিটার যাহার মূল্য অনুমান ৫৪,০০০/- টাকা এবং একটি ঞঙণঙঞঅ কোম্পানীর খঅঘউ ঈজটঝঊজ চঅঔঅজঙ জিপ, যাহার রেজি নং- ঢাকা মেট্রো ঘ-০২-২২৬৪ সহ থানায় হাজির হইয়া উল্লেখিত আসামী সহ পলাতক আসামী ২। রতন @ রতন ডাকাত (৪২), পিতা- মৃত খালেক, সাং- রামারবাগ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জদ্বয়ের  বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, ফতুল্ল¬া মডেল থানার জিডি নং- ১০০৩, তারিখ- ১৮/০৪/২০১৮ ইং মূলে উল্লেখিত ফোর্স সহ অত্র থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৯/০৪/২০১৮ তারিখ অনুমান ১৬.০৫ ঘটিকার সময় অত্র থানাধীন চানমারী এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, ০২ জন মাদক ব্যবসায়ী মাদক জাতীয় ফেন্সিডিলের চালান নিয়া রেজি নং- ঢাকা মেট্রো ঘ-০২-২২৬৪ এর জিপ গাড়ী যোগে সাইনবোর্ডের দিক হইতে নারায়ণগঞ্জের দিকে আসিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উল্লেখিত ফোর্স সহ অত্র থানাধীন রামারবাগ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম মোড় সংলগ্ন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান করাকালে ইং ১৯/০৪/২০১৮ তারিখ অনুমান ১৬.১৫ ঘটিকার সময় উল্লেখিত নম্বরের জিপ গাড়ীটি উক্ত স্থানে পৌছাইলে গাড়ীটি থামানোর সংকেত দিলে জিপ গাড়ীটি থামানোর সাথে সাথেই জিপ গাড়ীর ভিতর হইতে ০১ জন লোক দৌড়াইয়া পালাইয়া যায় এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিপ গাড়ী সহ ০১ জন ব্যক্তিকে ধৃত করিয়া তথায় উপস্থিত সাক্ষী (১) মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা- মোঃ ফারুক সরকার, সাং- পূর্ব লামাপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, (২) মোঃ হারুন (৪০), পিতা- মৃত মতিয়ার রহমান, সাং- আলোকদিয়া, থানা- সাথিয়া, জেলা- পাবনা, এ/পি- পশ্চিম লামাপাড়া সরফাত আলীর বাড়ীর ভাড়াটিয়া (স্টেডিয়াম মোড়ের দোকানদার), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, (গ) কং/৬৮২ শাহ আলম, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জদের মোকাবেলায় বিধি মোতাবেক ধৃত আসামীর দেহ ও উল্লেখিত জিপ গাড়ীটি তল্লাশি করিয়া জিপ গাড়ীর ভিতর একটি প্লাষ্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত উপরোক্ত বর্ণনার ৪৫ (পয়তাল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক উক্ত ফেন্সিডিল ও জিপ গাড়ীটি আমি নিজ হেফাজতে নিয়া ইং ১৯/০৪/২০১৮ তারিখ ১৬জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তাহার ও পলাতক আসামীর উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হইতে উক্ত জিপ গাড়ী যোগে ফেন্সিডিলের চালান আনিয়া নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। উপরোক্ত ধৃত ও পলাতক আসামীদ্বয় পরস্পর যোগসাজসে গাড়ী যোগে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে মাদক দ্রব্য ফেন্সিডিল রাখিয়া ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন (সং/২০০৪) এর ১৯(১) এর টেবিল ৩(খ)/২৫/৩৩ ধারার অপরাধ করিয়াছে। অভিযান শেষে ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সহ থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।

অতএব, প্রার্থনা উপরোক্ত ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে বর্ণিত ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া তদন্তের ব্যবস্থা করিতে জনাবের সদয় মর্জি হয়।
বিনীত (মোঃকামরুলহাসান)বিপি- ৭৮৯৭০২৩৬৬০এস.আই(নিঃ)ফতুল্ল¬া মডেল থানা, নারায়ণগঞ্জ তাং১৯/০৪/২০১৮ইং ।
এই মামলার গ্রেপ্তারকৃত  উল্লেখিত ৪ আসামী বর্তমানে নারায়ণগঞ্জ জেল হাজতে আছে।  ঞঙণঙঞঅ কোম্পানীর খঅঘউ ঈজটঝঊজ চঅঔঅজঙ জিপ গাড়ীর মালিক মাদক স¤্রাট ডিলার রতন ওরফে ডাকাত রতন এখনও গ্রেপ্তার হয়নি। তার ব্যবহৃত জিপটি ফতুল্লা থানাই আছে।

এ ব্যাপারে ফতুল্লা থানার এই মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর গোলাম মোস্থফা জানান, রতনকে ধরার জন্য চেষ্টা চলছে। সে গা ঢাকা দিয়ে আছে। তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত আছে।

ফতুল্লায় রতনের মত আরো অনেকে আছে, যারা রাজনৈতিক ব্যানারে থেকে মাদক ব্যবসা করে আসছে। ফতুল্লায় মাদকদের মামলা সংখ্যা বেশি হলেও মূলত মাদক বিক্রেতা রয়ে যায় ধরা ছোঁয়ার বাহিরে এমনটাই বলছেন সচেতন মহল।
ফতুল্লাবাসী ডাকাত রতনের গ্রেপ্তারের দাবী জানান। তার সাঙ্গপাঙ্গরা মাদকের হাট বসায়। সুতরাং তাকে গ্রেপ্তার করা হোক এমনটাই বলছেন এলাকাবাসী।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:৩২পিএম/১৩/৫/২০১৮ইং)