• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

ফতুল্লায় শিশু গৃহ পরিচারিকাকে নির্যাতন : স্বামী-স্ত্রী গ্রেপ্তার


প্রকাশের সময় : জুলাই ২১, ২০১৮, ৯:৩৪ PM / ৫৩
ফতুল্লায় শিশু গৃহ পরিচারিকাকে নির্যাতন : স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ(ফতুল্লা) প্রতিনিধি : ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় গৃহকর্তা ও গৃহকর্তী কর্র্তৃক ৮ বছর বয়সী মাহি আক্তার নামের এক গৃহ পরিচারিকাকে  মারধর করে রক্তাক্ত জখম করেছে। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি মামলা হলে গৃহকর্তা ও গৃহকর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এলকা সূত্রে জানা যায়, ফতুল্লার পূর্ব ইসদাইর আনন্দ নগর এলাকায় শহীদুল্লাহের নীচতলায় ভাড়া থাকে আতাউল্রাহ খোকন(৩৮) ওতার সুন্দরী স্ত্রী উর্মি আক্তার (২৮)। খোকন কুমিল্লা জেলার হোমনা থানাধীন কাশিপুর এলাকার মৃত আ. হাকিম মিয়ার ছেলে। উর্মি আক্তার একই জেলা থানার বশির মিয়ার স্ত্রী। তাকে পরকিয়া কওে খোকন বিয়ে করেছে। তার আগের ঘরের সংসাওে দুই সন্তান রয়েছে। খোকনেরও আগের স্ত্রী ও সন্তান রয়েছে। দুই জনে পরকিয়া প্রেম করে বিয়ে করেন। বিয়ের পরে তারা ইসদাইর বসবাস করছে। তার বাসায় মো. আল আমিন ও হাসিনা আক্তারের একটি পালিত মেয়ে মাহি আক্তার গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছে। গত তিন মাস আগে মাহি ঐ বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ যোগদান করেছে। মাহির বাবা মা প্রতি মাসে খোকনের কাছ থেকে মাহির বেতন বাবত ২হাজার টাকা নেয়। কিন্তু তার মেয়ের কষ্টতে তারা কখনই ব্যথিত হয়না। নানা ভাবে নুন থেকে চুন খষলেই মাহিকে খোকন ও তার স্ত্রী উর্মি শাররিক নির্যাতন করে। প্রতিদিনের ন্যায় গত ২০ জুলাই  রাত ১০টায় উর্মি মাহিকে এলোপাথারীভাবে মারধর করে। এসময় মাহি দৌড়িয়ে খোকনের কাছে গেলে সেও মারধর করে। এমন কি গরম খুনতি দিয়ে  ডান হাতে ছ্যাকা দেয় শরীরে মারধর করেছে। চোখে আঘাত করে রক্তাক্ত জখম করেছে। গত ২০/২৫ দিন আগেও মাহিকে মারধর করেছে এমনকি গরম খুনতি দিয়ে ছ্যাকা দিয়ে দগ্ধ করেছে তার চিহ্ন এখনও আছে। মাহির কান্না ও গৃহকর্তার চিৎকারের পাশের বাড়ির শামীম মিয়ার ভাড়াটিয়া জাকির শনি (৩৭) ও তার সহযোগি সজীব(২০),অনিক(২৭), শাহীন (৩৮) মিজানুর রহমান (৩৭)। বাসায় গিয়ে মাহিকে উদ্ধার করে এবং তার কাছ থেকে সব ঘটনা শুনে। এরপর আশেপাশের লোকজন এসে ঐ পাষন্ড গৃহকর্তা খোকন ও তার স্ত্রী উর্মিকে আটক কওে পুলিশ ফোন দেয়। এরপর ফতুল্লা মডেল থানার এস.আই ইলিয়াস আহম্মেদ গিয়ে তাদেও কে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জাকির শনি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৭৯(৭)১৮। ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর৪(২)(খ)।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৩২পিএম/২১/৭/২০১৮ইং)