• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

প্রথম পরমাণু চুল্লি নির্মাণ করতে যাচ্ছে মিসর


প্রকাশের সময় : জুলাই ২, ২০১৮, ১১:৪৫ AM / ৩৫
প্রথম পরমাণু চুল্লি নির্মাণ করতে যাচ্ছে মিসর

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে মিসর প্রথম পারমাণবিক চুল্লির নির্মাণ কাজ শুরু করবে। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত দাবা নামক ওই পরমাণু চুল্লি থেকে ৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে রোববার জানিয়েছে কায়রো।

মিসরের জ্বালানি মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা আশা করছেন, ২০২৬ সাল নাগাদ ওই চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে।

প্রসঙ্গত, চুল্লিটি নির্মাণ করছে রাশিয়া। এ জন্য কায়রোকে আড়াই শ কোটি ডলার ঋণও দিচ্ছে মস্কো। এ জন্য ২০১৫ সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়।

মিসরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, পরমাণু চুল্লিটির ৮৫ শতাংশ ব্যয় রাশিয়ার দেওয়া ঋণ থেকে মেটানো হবে। আর বাকি ১৫ শতাংশ ব্যয় বহন করবে মিসর সরকার।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৪৫এএম/২/৬/২০১৮ইং)