• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

প্রতিবন্ধী ছেলেটিকে পরিবারের কাছে পৌঁছে দিতে তুরাগ থানা পুলিশ সকলের সহযোগিতা চান


প্রকাশের সময় : জুন ১৭, ২০১৯, ১০:৫৯ AM / ৩২
প্রতিবন্ধী ছেলেটিকে পরিবারের কাছে পৌঁছে দিতে তুরাগ থানা পুলিশ সকলের সহযোগিতা চান

 
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে ১০/১১ বছরের একটি বাক ও বুদ্ধি প্রতিবন্ধী বালক পাওয়া গেছে । বর্তমানে সে তুরাগ থানা পুলিশের হেফাজতে রয়েছে ।

তুরাগ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সফিউল্লা জানান, গত ৯/৬/২০১৯ইং রাত আনুমানিক ১১টার দিকে, তুরাগ থানাধীন ধউর আলেয়া গার্মেন্টসের পাশে রাস্তার উপর ঐ প্রতিবন্ধী বালককে একটি মেয়ে বাচ্চার জামা হাতে করে কান্নাকাটি করতে দেখে পথচারীরা । তার পর ঐ এলাকায় বসবাসকারি দিন মুজর অলিউল্লাহ প্রতিবন্ধী বালককে থানায় এনে আমাদের কাছে বুঝিয়ে দিয়ে চলে যায় । তার পর আমরা প্রতিবন্ধী বালককের নাম ঠিকানা জানার অনেক চেষ্টা করি কিন্তু সে তার নাম ও বাবা মার নাম কিছুই বলতে পারছেনা । তারপর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেও এখন পর্যন্ত ছেলেটির কোন স্বজনের সন্ধান না পাওয়ায়, আমরা ছেলেটিকে নিয়ে মহাবিপাকে পড়েছি । ছেলেটি এখন পর্যন্ত আমাদের থানা হেফাজতেই রয়েছে । তাই তাকে তার পরিবারের নিকট পৌছেঁ দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি ।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:৫৮এএম/১৭/৬/২০১৯ইং)