• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

প্রণব মুখার্জির সঙ্গে শেখ হাসিনার বৈঠক


প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০১৭, ৮:২৪ PM / ৪৩
প্রণব মুখার্জির সঙ্গে শেখ হাসিনার বৈঠক

ঢাকারনিউজ২৪.কম:

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় নয়া দিল্লীতে এ বৈঠেক অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে রান্না করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য। শেখ হাসিনা জানতেন প্রণব মুখার্জি ভাপা ইলিশ পছন্দ করেন। প্রণব মুখার্জিকে তিনি বরাবরই বড়ভাইয়ের মতো দেখেন। তার বাঙাল স্ত্রীর সঙ্গেও শেখ হাসিনার মধুর সম্পর্ক ছিলো৷

বর্তমানে ভারত রাষ্ট্রপতির ভবনে অতিথি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী৷ সেখানেই নৈশভোজের আয়োজন করেছিলেন তিনি৷ শেখ হাসিনার সঙ্গে ঢাকা থেকে গেছেন ছয়জন রাঁধুনি৷ তারাই ইলিশের তিন রকম পদ রান্না করেছেন৷ ভাপা ইলিশ রান্নায় নিজেই হাত লাগান শেখ হাসিনা।

প্রণব মুখার্জি খেতে খুব ভালবাসেন৷ তাই প্রধানমন্ত্রী সঙ্গে নিয়ে যান পদ্মার ইলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নেন জামদানি শাড়ি ও প্রণব মুখার্জির জন্য ঢাকাই মসলিনের পাঞ্জাবি৷ দুজনের হাতেই উপহার তুলে দিয়েছেন শেখ হাসিনা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসিনার হাতে তুলে দিয়েছেন রাধারমণ মল্লিকের মিষ্টি ও শাল৷

 

 (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.২২ পিএম/০৯//২০১৭ইং)