• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

প্রণবের নিমন্ত্রণে নৈশভোজে থাকবেন শেখ হাসিনা


প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০১৭, ৯:৩৭ AM / ৩৯
প্রণবের নিমন্ত্রণে নৈশভোজে থাকবেন শেখ হাসিনা

ঢাকারনিউজ২৪.কম:

ভারত সফরের তৃতীয় দিন রোববার দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে শেখ হাসিনা আজমির শরিফ যাবেন। সেখানে খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) দরগাহ শরিফ জিয়ারত করবেন। বিকেলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। পরে তিনি রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

আগামীকাল সোমবার সফরের শেষ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ীদের এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন।

শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটে নয়াদিল্লিতে বিমানবাহিনীর পালাম স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারী শিল্প, পাবলিক অ্যান্ড এন্টারপ্রাইজমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৯.০০ এএম/০৯//২০১৭ইং)