• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

পুঁজিবাজারে আসছে এডিএন টেলিকম


প্রকাশের সময় : মে ২৬, ২০১৭, ২:০৭ PM / ২৯
পুঁজিবাজারে আসছে এডিএন টেলিকম

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে এডিএন টেলিকম লিমিটেড। এরই ধারাবাহিকতায় প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীরা কোম্পানিটির মূলধন বাড়ানোর অনুমোদন দেয়।
এডিএন টেলিকম লিমিটেডের চেয়ারম্যান আসিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে কোম্পানির পরিচালক মইনুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা এনায়েত হোসেন ও কোম্পানি সচিব মনির হোসেনসহ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
কোম্পানিটি ৩০ লাখ ৮৩৪টি সাধারণ শেয়ার ছেড়ে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বাজার থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা তুলতে চায়। প্রতিটি শেয়ারের জন্য ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে। এর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে ৪১ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ৬৬০ টাকা থেকে ৪৪ কোটি ৮৬ লাখ টাকা হবে।
উল্লেখ্য, ২০০৩ সালে যাত্রা শুরু করা কোম্পানিটি ২০১২ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। গত বছর ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে এডিএন টেলিকম শেয়ার হোল্ডারদের ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:০৫পিএম/২৬/৫/২০১৭ইং)