• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

পাগলায় লক্ষ্মণ সাধুর তিরোধান উৎসব উদযাপনে প্রস্তুতি ও আশ্রমের উন্নয়নে আলোচনা


প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১:৪৬ PM / ১৪৮
পাগলায় লক্ষ্মণ সাধুর তিরোধান উৎসব উদযাপনে প্রস্তুতি ও আশ্রমের উন্নয়নে আলোচনা

মোখলেছুর রহমান তোতা, নারায়ণগঞ্জ : বাক্য সিদ্ধ বাবা লক্ষ্মণ সাধুর তিরোধান উৎসব উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও আশ্রমের উন্নয়ন কল্পে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বাক্য সিদ্ধ বাবা লক্ষ্মণ সাধুর আশ্রম উন্নয়ন ও তিরোধান উৎসব কমিটির সভাপতি শিবু দাসের সভাপতিত্বে পাগলাস্থ লক্ষ্মণ সাধুর আশ্রমে প্রস্তুতি ও আশ্রমের উন্নয়ন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাক্য সিদ্ধ বাবা লক্ষ্মণ সাধুর তিরোধান উৎসব উদযাপন কমিটির সভাপতি শিবু দাসের সভাপতিত্বে ও শ্রী চন্দ্রজিৎ বাড়ই এর সঞ্চালনায় পাগলা বাজার স্বর্ণপট্টির ব্যবসায়ী,
পাগলা কামালপুর, পাগলা পশ্চিম পাড়া, ধোপাতিতা, পাগলা নয়ামাটি,পাগলা বৈরাগী বাড়ি, সাইনবোর্ড, পিলকুনি সহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা প্রস্তুতি সভায় স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হন এবং প্রতিবছরের ন্যায় আগামী ১২ই পৌষ উৎসব উদযাপনে কোন বিভাজন সৃষ্টি না করে উপরোক্ত এলাকার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে সবাই এক প্লাটফর্মে দাঁড়িয়ে তিরোধান উৎসব পালন এবং আশ্রমের অবকাঠামো উন্নয়ন সাধন করে বাক্য সিদ্ধ বাবা লক্ষ্মণ সাধুর স্মৃতি অম্লান করে রাখতে যা যা প্রয়োজন সবকিছুই সম্মিলিতভাবে সম্পাদন করার মতামত ও প্রত্যয় ব্যক্ত করেন।