• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

‘পদ্মা সেতু নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল’


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০১৭, ৩:১৮ PM / ৪০
‘পদ্মা সেতু নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল’

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল, অর্থায়ন বন্ধ করা হয়েছিল। সেদিন শুধু সরকারের বিরুদ্ধে নয়; রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল।’
আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘সেই ষড়যন্ত্রের অন্যতম নায়ক ছিলেন ড. ইউনূস। আর এটি বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছিল।’
তিনি বলেন, ‘পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করা ছিল একটি সমন্বিত ষড়যন্ত্রের ফল। কানাডার আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ আজ কলংকমুক্ত হয়েছে।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘টিআইবি, ইউনূসসহ যারা ওই সময় বিশ্বব্যাংকের পক্ষে সোচ্চার হয়েছিলেন, তাদের জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত।’
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:১৫পিএম/১৩/২/২০১৭ইং)