• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

নিঃশ্চুপ নিয়তি


প্রকাশের সময় : মে ১৯, ২০১৭, ১১:৩৪ PM / ৪৩
নিঃশ্চুপ নিয়তি

আবু সাঈদ রুপিয়ান

________________________________

অতৃপ্ত বেদনার ঝড়, শুঁ শুঁ বাতাস, কে তুমি
ছায়ার মত দাঁড়িয়ে ইশারাতে যেনো ডাকো?
অনুভবে ওগো এ হৃদয়ে কুঁজো হয়ে থাকো।
নীলের বুকে নূহের কওম যেমন ভাসছিলো
হায়! আমিও ভাসি,দুঃখে হাসি,আনন্দে কাঁদি
বেলা শেষান্তে পাওয়া আর না পাওয়ার চরে,
শত জনম ধরে, নিঃশ্চুপ নিয়তির ঘর বাঁধি।