• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

না.গঞ্জে বিনামূল্যে ফাইল কেবিনেট ও ষ্টেশনারী সামগ্রী বিতরণ


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২২, ৮:৫৮ PM / ৮৪
না.গঞ্জে বিনামূল্যে ফাইল কেবিনেট ও ষ্টেশনারী সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ(সদর) প্রতিনিধি : প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে ফাইল কেবিনেট ও ষ্টেশনারী সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে ফাইল কেবিনেট ও ষ্টেশনারী সামগ্রী বিতরণ করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবি বাসনা আখতার।

এ সময় আরৌ উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান ভূঁইয়া, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাছান ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মিতা চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।

সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলার মোট ১১টি উৎপাদনকারি দলের মাঝে বিনামূল্যে ১১টি ফাইল কেবিনেট ও ষ্টেশনারী সামগ্রী বিতরণ করা হয়।